ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরিস্থিতি কোনদিকে যায়, সেদিকে তাকিয়ে জাতীয় পার্টি: হাওলাদার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ১৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি থাকলেও ভবিষ্যত রাজনৈতিক পরিস্থিতি কোনদিকে যায় সেদিকে তাকিয়ে আছে জাতীয় পার্টি। সেই সঙ্গে আগামী দিনে জাতীয় পার্টি নিশ্চিত রাজনৈতিক চমক নিয়ে আসছে।

আজ রোববার দলটির বনানী কার্যালয়ে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জোটের ব্যানারে (৩৪ দলীয়) মহাসমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। আগামী ২০ অক্টোবর সকাল ১০ টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশটি অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে রুহুল আমিন হাওলাদার বলেন, নির্বাচন ঘিরে জাতীয় রাজনীতিতে অনেক মেরুকরণ শুরু হয়েছে। সামনে দিনগুলোতে আরও হবে। সেক্ষেত্রে জাতীয় পার্টি নতুন কোনো চমক নিয়ে আসবে- এ বিষয়টি নিশ্চিত। তবে রাজনৈতিক কৌশল এবং পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কারণে এখনই সেই চমকের বিষয়টি উন্মোচন করা যাচ্ছে না।

বিএনপিকে ড. কামালের জাতীয় ঐক্য প্রসঙ্গে জাতীয় পার্টির এ নেতা বলেন, রাজনীতি মানুষের সাংবিধানিক অধিকার। তাদের বিষয়ে কোনো নেতিবাচক মন্তব্য করতে চাই না। তবে এটুকু বলতে পারি আমরাও একটা নতুন চমক দিতে পারব। অপেক্ষা করুন সময়ই বলে দেবে কী সে চমক।

সরকারের সঙ্গে থেকেও জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করেছে এমন দাবি করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, আমরা দেশে হানাহানির রাজনীতি চাইনি বলেই সরকারের সঙ্গে থেকেছি। তবে ভুলে গেলে চলবে না যে জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে যে ভূমিকা রাখার কথা সেটি দায়িত্বের সঙ্গে পালন করেছে।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলুসহ সম্মিলিত জাতীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি