ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরীমনির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন শেখ সাদী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৬, ২৮ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের ‘মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর’ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিনের মাথায় জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। সোমবার তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। এ সময় তার পাশে দেখা যায় তরুণ গায়ক শেখ সাদীকে। কয়েকদিন ধরেই পরীমনির সঙ্গে দেখা যাচ্ছে তাকে। শুধু তাই নয়, পরীমনির  জামিননামায় স্বাক্ষরও করেন ওই শেখ সাদী। 

পরীমনির পাশে শেখ সাদীর উপস্থিতি নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে মন্তব্য করছেন। তবে এসব দাবি নাকচ করে দিয়েছেন শেখ সাদী।

এই গুঞ্জন উড়িয়ে দিয়ে শেখ সাদী বলেন, ‘একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমনির সঙ্গে বেশ আগে থেকে আমার পরিচয়। বলা চলে পেশাগত বিষয় নিয়ে তার চলাফেরা। নিয়মিত কথাবার্তাও হয়। এটা নিয়ে কিছু বলার তো কিছু দেখি না।’

পরীমনির সঙ্গে আদালতে যাওয়া ও তার জামিনদার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, নিজের দায়িত্ববোধোর জায়গা থেকে আদালতে গিয়েছি। পরীমনি আমার সহকর্মী। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। তখন পরীমনির সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানান, আদালতে আত্মসমর্পণ করবেন। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন। আমিও আরেকজন জামিনদার হয়েছি।

পরীমনির সঙ্গে প্রেমের গুঞ্জন বেশ বিরক্ত শেখ সাদী। তিনি বলেন, পরীমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতে পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যান। তিনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মানুষ না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছে।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি