ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পর্দা উঠছে অমর একুশে বইমেলার

আদিত্য মামুন

প্রকাশিত : ০৯:২১, ১ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ০৯:৫১, ১ ফেব্রুয়ারি ২০২৪

আজ পর্দা উঠছে অমর একুশে বইমেলার। ৫ দশকের পথচলায় এবারের মেলা বাঙালির জন্য এক মাইলফলক। স্বাধীনতার সমান বয়েসি এই মেলা ঘিরে মাসব্যাপী বই উৎসবে মাতবে বাঙলার সাহিত্যমোদিরা। 

৫২তম বইমেলা শুরু হচ্ছে বিকালে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সাড়ে ১১ লাখ বর্গফুট আয়তনে প্রায় ১ হাজার স্টল-প্যাভেলিয়ন আর নতুন বইয়ের আবাহনে সূচিত হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ এই মেলা। 

বাঙালির প্রাণের উৎসবে সাহিত্যের নানান আসরে কবিতা পাঠ, আলোচনা-আড্ডায় মেতে থাকবেন পাঠক-দর্শক-লেখকরা।

স্টলে পছন্দের বই ২৫ শতাংশ ছাড়ে কেনার সুযোগ মিলছে এবারও। পাশাপাশি শিশুদের জন্য থাকছে সাহিত্যঘনিষ্ট বিনোদনের ব্যবস্থাও।  

সাড়া বছর বইমেলার প্রতিক্ষায় থাকা দর্শনার্থীদের মধ্যে ভাষা শহীদদের আত্মত্যাগ, ভাষাপ্রীতি এবং বাংলার শ্রেষ্ঠ সাহিত্যসৃষ্টিও পৌঁছে যাবে। 

যাতায়াতের সুবিধায় ব্যাপক সমাগমে সমগ্র ফেব্রুয়ারি প্রাণোচ্ছল থাকবে মেলাপ্রাঙ্গণ এমনই প্রত্যাশা সবার। 

এবারও বইমেলার প্রতিপাদ্য ‘পড়ো বই, গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। একটানা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। 

প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বইমেলা। তবে রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না।

শুধু ছুটির দিন প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। এ দুদিনে ‘শিশুপ্রহর’ থাকবে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। 

প্রতিদিন বিকাল ৪টায় মূলমঞ্চে সেমিনার, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। নতুন বইয়ের মোড়ক উন্মোচন হবে সোহরাওয়ার্দী উদ্যানে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি