ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

পর্দা উঠছে কমনওয়েলথ গেমসের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ২৮ জুলাই ২০২২

বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া আসর কমনওয়েলথ গেমসের পর্দা উঠছে বৃহস্পতিবার। ইংল্যান্ডের বার্মিংহ্যামে বসবে ২২তম আসরটি। প্রথমবার এই গেমস আয়োজিত হয়েছিল ১৯৩০ সালে।

এবারের গেমসে বাংলাদেশের লক্ষ্যহীন যাত্রা। পদক জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। অ্যাথলেটিকস, বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার, ভারোত্তোলন, কুস্তি ও টেবিল টেনিসে অংশ নেবে বাংলাদেশ। বাংলাদেশ দল এরই মধ্যে বার্মিংহ্যামে পৌঁছেছে।

বাংলাদেশ দলের ক্রীড়াবিদ হলেন- হোসেন আলী, সুর কৃষ্ণ চাকমা, সেলিম হোসেন (বক্সার), শিশির আহমেদ, আবু সাঈদ রাফি (জিমন্যাস্ট), আসিফ রেজা, সুকমার রাজবংশী, সোনিয়া খাতুন, মাহমুদুন নবী নাহিদ, মরিয়ম আক্তার (সাঁতারু), মারজিয়া আক্তার ইকরা, মাবিয়া আক্তার সীমান্ত, মনিরা কাজী, আশিকুর রহমান (ভারোত্তোলক), মোহতাসিন আহমেদ হৃদয়, রিফাত মাহমুদ সাব্বির, মুফরাদুল খায়ের হামজা, রামহীম রিয়ন বুম, সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ (টেবিল টেনিস)।

কমনওয়েলথ গেমসে এবারই প্রথম ক্রিকেট থাকছে। অবশ্য বাংলাদেশ এতে অংশ নিচ্ছে না।

৭২টি দেশের ৫০৫৪ জন অ্যাথলেট ২০টি ডিসিপ্লিনের ২৮০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডিসিপ্লিনগুলো হলো—সাঁতার অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বিচ ভলিবল, বক্সিং, টি-টোয়েন্টি ক্রিকেট, সাইক্লিং, জিমন্যাস্টিকস, হকি, জুডো, লনবল, নেট বল, রাগবি, স্কোয়াশ, টেবিল টেনিস, ট্রাইথলন, ভারোত্তোলন, প্যারা পাওয়ার, লিফটিং ও কুস্তি।

১৯৩৪ সালে লন্ডন, ২০০২ সালে ম্যানচেস্টারের পর তৃতীয়বার ইংল্যান্ডে কমনওয়েলথ গেমস আয়োজন হতে চলেছে।

শুরুর দিকে এই গেমসটি ব্রিটিশ এম্পায়ার নামে পরিচিত ছিল। ১৯৫৪ সালে ব্রিটিশ এম্পায়ার ও কমনওয়েলথ গেমস নামে হয়। ১৯৭০ সালে ব্রিটিশ কমনওয়েলথ গেমস নাম হয়। আর ১৯৭৮ সালে কমনওয়েলথ গেমস নামকরণ হয়।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি