ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পর্নো তারকা-ট্রাম্প সম্পর্কের জেরেই হোয়াইট হাউস ছাড়লেন মেলানিয়া?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০১, ৩০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০৯:৪২, ৩০ জানুয়ারি ২০১৮

প্রতিদিনই বিতর্কিত কারণে খবরের শিরোনাম হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পর্নো তারকা স্টার্মি ড্যানিয়েলের সঙ্গে সম্পর্ক আছে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন খবরের পর মেলানিয়া ট্রাম্পের হোয়াইট হাউস ছাড়ার খবরে সরগরম এখন মিডিয়াগুলো। বিভিন্ন গণমাধ্যমের দাবি স্টামির সাথে ডোনাল্ড ট্রাম্পের ‘প্রেমের’ জেরেই ঘর ছেড়েছেন মেলানিয়া।

বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, গৃহযুদ্ধ শুরু হয়েছে ট্রাম্পের সংসারে। স্বামীর সাথে দূরত্ব বজায় রেখে তেমনই ইঙ্গিত মেলানিয়ার। তবে এসব বিষয়ে এবার মুখ খুলেছেন খোদ ফার্স্ট লেডি মেলানিয়া।

মেলানিয়ার মুখপাত্র স্টেফানি গুশ্রামের বরাত দিয়ে দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন চলছে বলে যারা খবর প্রচার করেছে, সেসব সংবাদমাধ্যমের দিকে কঠোর বার্তা ছুড়ে দিয়েছেন মেলানিয়া।

পর্নো তারকার সাথে ট্রাম্পের সম্পর্কের খবরকে “লাম্পট্যপূর্ণ” এবং “মিথ্যা খবর” বলে অভিহিত করেছেন মেলানিয়া। আর এমন ‘ভুয়া’ খবর প্রকাশের জন্য সমালোচনাও করেন তিনি।

মেলানিয়ার বরাত দিয়ে স্টেফানি আরও বলেন, “‘তিনি (মেলানিয়া) তাঁর পরিবার ও ফার্স্ট লেডি হিসেবে ভূমিকা পালনে সচেতন রয়েছেন। বিভিন্ন ভুয়া খবরে যেসব গল্প ছড়ানো হচ্ছে, তার কিছুই সত্য নয়”।

পাশাপাশি সুইজারল্যান্ডে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে “যৌক্তিক” কারণেই ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগ দিতে পারেননি বলেও জানান স্টিফেনি। দুই জনের ব্যক্তিগত সময় সূচি জনিত জটিলতাও এর জন্য দায়ি বলে দাবি স্টেফানির।

প্রসঙ্গত, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালির সাথেও প্রেসিডেন্ট ট্রাম্প ‘একান্ত সম্পর্কে’ জড়িয়েছেন বলেও সম্প্রতি খবর প্রকাশিত হয়। সে খবরকেও ‘গুজব’ বলে উড়িয়ে দেন নিকি হ্যালি। 

সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি