ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

পর্যটকের পদচারণায় মুখর পর্যটন স্পটগুলো (ভিডিও)

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১৭:৪০, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

টানা তিনদিনের ছুটিতে পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার-কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রকৃতির সৌন্দর্য উপভোগে কেউ ছুটছেন সুন্দরবনে। পরিবার-পরিজন নিয়ে অনেকেই গেছেন শ্রীমঙ্গলের চা বাগানে। হোটেল-মোটেলে পর্যটকের ভিড়। পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থাও।  

হাজারো পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। সমুদ্রের নীল জলরাশিতে মানুষের উপচে পড়া ভিড়। কেউ দল বেঁধে এসেছেন, কেউ এসেছেন পরিবার নিয়ে। বন্ধুরাও দল বেঁধে সমুদ্রস্নানে নেমেছেন।

পর্যটকরা জানান, খুব ভালো লেগেছে কক্সবাজারে এসে। ছুটিতে এসে অনেক উপভোগ করলাম সমুদ্রের স্নান। 

ভিড় বেড়েছে সুন্দরবনের করমজল পর্যটন স্পটে। শুক্রবার থেকেই ভীড় বাড়তে থাকে। ট্রলার ও লঞ্চে বনের নানা জায়গায় ঘুরে ঘুরে বনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন।  

ভীড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে বনরক্ষীদের। করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ছুটির এই তিনদিনে বাড়বে রাজস্ব আয়।

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ওসি হাওলাদার আজাদ কবির বলেন, “এভাবে যদি পর্যটক আছে তাহলে রাজস্বে ভালো ভূমিকা রাখবে। অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি রাজস্ব বাড়বে।”

চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও ঢল নেমেছে পর্যটকের। এরইমধ্যে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের হোটেল রিসোর্টগুলো কানায় কানায় পূর্ণ। সকাল থেকেই পর্যটকরা জেলার লাউয়াছড়া বন, চা বাগান, মাধবকুন্ড জলপ্রপাত, মাধবপুর লেক ও খাসিয়া পল্লীসহ বিভিন্ন পর্যটন স্পর্টে ঘুরছেন।

সাগরকন্যা কুয়াকাটায়ও ভিড় জমিয়েছেন পর্যটকরা। সৈকত ছাড়াও বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরছেন তারা।  

পর্যটকরা জানান, সমুদ্রে এলাম খুবই ভালো লেগেছে। বিকালে বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখবো। সাগরের ঢেউ আমাদের অনেক বেশি আকর্ষণ বাড়িয়ে দিচ্ছে। 

তিনদিনের জন্য হোটেল-মোটেল বুকিং রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুারিস্ট পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি