ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

পল্টনে দোকানের তালা ভেঙে দেড় কোটি টাকার মোবাইল চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ১১ ডিসেম্বর ২০২৪

রাজধানীর পল্টনে দুটি মোবাইল দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ওই দোকানের ভেতর থাকা ২০৩টি মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায় চোরচক্রের সদস্যরা। সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার পর থেকে পরদিন সকাল ১০টার মধ্যে যে কোনো সময় চায়না টাউন মার্কেটে এই ঘটনা ঘটে।

এঘটনায় পল্টন থানায় অভিযোগ করেছেন, মো. সগির হোসেন বাবু নামে এক দোকানি। অভিযোগ সূত্রে জানা গেছে, পল্টন থানার চায়না টাউন মার্কেটের ৬ষ্ঠ তলায় অভিযোগকারীর যৌথ মালিকানায় মাহিদ ইন্টান্যাশনাল নামে একটি মোবাইলের দোকান আছে।  সোমবার (৯ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে তারা দোকান বন্ধ করে চলে যান। পরদিন সকালে তালা ভাঙ্গা খবর শুনে দোকানে এসে দেখেন, দোকানে থাকা বিভিন্ন মডেলের ৩৮টি মোবাইল চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। এছাড়া ক্যাশ বাক্স থেকে নগদ আরও চার লক্ষ ৮০ হাজার চুরি হয়েছে।  এসময় পাশের এস এস টেক সলিউশন নামে আরেকটি দোকান থেকে বিভিন্ন মডেলের ১৬৫ টি মোবাইল ফোন চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ৬৬ লক্ষ ৭০ হাজার টাকা। আর ওই দোকান তেকে নগদ ৫ লক্ষ ৪৫ হাজার টাকাও নিয়ে যায় চোর।

বিষয়টি তাৎক্ষনিক মার্কেট কমিটিকে জানানো হয়। এই চুরির ঘটনায় নিরাপত্তারক্ষী ও কাজের বুয়াকে সন্দহ করছেন বলেও অভিযোগে জানান ভুক্তোভোগীরা। এই চুরির জন্য মার্কেটের কর্তৃপক্ষের গাফিলতিকেও দুষছেন তারা। এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা দাবি জানিয়েছেন ভুক্তোভোগীরা।

এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি