ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

পল্লবীতে যুবকের মরদেহ উদ্ধার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ২১ সেপ্টেম্বর ২০১৮

রাজধানীর পল্লবী থানার বেনারসি পল্লি এলাকায় সাব্বির (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিটি করপোরেশনের একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।   

ওসি জানান, নিহত ওই যুবকের নাম সাব্বির বলে তারা জানতে পেরেছেন। তিনি বলেন, ‘ স্থানীয়দের সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করে কে বা কারা লাশ ফেলে রেখে গেছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। ’

নজরুল ইসলাম বলেন, নিহত ব্যাক্তির পূর্ণাঙ্গ পরিচয় বের করার চেষ্টা চলছে। এবং হত্যা রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি