ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পশুপাখির অধিকার নিশ্চিতে ‘হ্যাপিলি এভার আফটার’র মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫০, ১৮ মে ২০২৩ | আপডেট: ২১:১০, ১৮ মে ২০২৩

পশুপাখির প্রতি ক্রমেই বাড়ছে মানুষের প্রেম। ঢাকার অনেক বাড়িতেই দেখা যায়, মানুষের পাশাপাশি পোষা পশুপাখি মুখরিত রাখে অনেক বাড়ি। এই পশুপাখি প্রাপ্তির অনেক বড় একটি বাজার রাজধানীর কাঁটাবন। এখান থেকেই নানা জাতের পশুপাখি ও সৌখিন মাছ কেনেন ক্রেতারা।

কিন্তু পশুপাখির কলকাকলিতে মুখরিত এই দোকানগুলোত নেই পর্যাপ্ত যায়গা। আবদ্ধ অবস্থায় ছোট্ট প্রাণগুলোর যেন নাভিশ্বাস অবস্থা। নিয়মিতই দেখা যায় বিক্রির জন্য আনা পশু পাখির নেই পর্যাপ্ত খাবার ও চিকিৎসা ব্যবস্থা। নিরিহ এই প্রাণীগুলোর প্রতি নেই বিন্দুমাত্র ভালোবাসার চিহ্ন, ব্যবসাই যেন মুখ্য এখানে। প্রাণী সংরক্ষণ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়েই এখানে চলে এই নিষ্ঠুরতা। জীবন্ত পশু-পাখিকে পণ্যের মতই বিক্রি করেন এখানকার ব্যবসায়ীরা। 

এই অবস্থার পরিবর্তনে ‘হ্যাপিলি এভার আফটার’ ফেসবুক পেইজের স্বত্বাধিকারীর উদ্যোগে ১০ টি দাবি নিয়ে মানববন্ধন করা হয়। মানববন্ধনের মূল উদ্দেশ্য ছিল বিক্রির জন্য আনা পশু-পাখির সঠিক ব্যবস্থাপনা।    

বিষয়টি নিয়ে পেইজের স্বত্বাধিকারী করবী শীহাব বলেন, ‘আমরা চাচ্ছি এই আন্দোলনটা ইফেক্টিভ হোক। যার ফলশ্রুতিতে এখানে বিক্রি করতে আনা পশুগুলোর আবস্থা যেন একটু হলেও আগের থেকে ভালো হয়।’ 

এছাড়াও মানববন্ধনকারীরা প্রত্যেক ব্যবসায়ীকে ২০১৯ সালের সংশোধিত প্রাণী আইন বিষয়ক একটি সংখ্যা প্রদানের পাশাপাশি স্বাক্ষর গ্রহণ করেন। 

তবে এখানকার ব্যবসায়ীরা মানববন্ধনকারীদের অভিযোগের সঙ্গে একমত নন।

মার্কেটটির সেক্রেটারী মাহমুদুর রহমান হারুন গণমাধ্যমে বলেন, ‘এরকম আভিযোগ কেন আসল এটা আমার বোধগম্য নয়। এরকম পরিস্থিতি এখানে বিরাজমান নয়। তবে তাদের আভিযোগের সত্যতা মিললে আমরা এই ব্যপারে ব্যবস্থা গ্রহণ করব।’

এসময় মানববন্ধনে উপস্থিত প্রাণী বিশেষজ্ঞরা সঠিক সময়ে টিকা দিয়ে বিক্রির উপযোগী করে প্রাণী বিক্রির পরামর্শ দেন।   

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি