ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা

প্রকাশিত : ১৯:২৫, ১২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:২৫, ১২ সেপ্টেম্বর ২০১৬

পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মিনায় প্রতীকী শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপের পর ত্যাগ আর আত্মোৎসর্গের মহিমায় অনুপ্রাণিত হন বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ হাজি। মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় পশু কোরবানি দেন তারা। ইহরাম ত্যাগ করে ফিরে যান মক্কায় বিদায় তাওয়াফের জন্যে। আরাফাত ময়দানের মুজদালিফায় ফজরের নামাজ আদায় করেই মিনার পথে রওয়ানা হন লাখ লাখ মুসুল্লী। হাতে থাকে সংগ্রহ করা পাথর। মিনার প্রতীকী শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেন তারা। গেল বছরের দুর্ঘটনার কথা মাথায় রেখেই এবার আগে থেকেই বাড়তি সতর্কতা নেয় সৌদি কর্তৃপক্ষ। হজের কার্যক্রম পরিদর্শন করেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। শয়তানকে পাথর ছোঁড়ার পর মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দেন মুসুল্লী। এরপর ইহরাম ত্যাগ করেন তারা। আর এসবের মাঝেই আল্লাহ নৈকট্য লাভ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় চলে ইবাদত-বন্দেগি। মিনা থেকে মক্কায় গিয়ে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্যে দিয়ে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা। এ’ বছর বিশ্বের দেড়শ’রও বেশি দেশের ২০ লক্ষাধিক মুসল্লী পবিত্র হজ পালন  করেছেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি