ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পশ্চিমবঙ্গে পাঁচ আসনের চূড়ান্ত ফলে সবগুলোই মমতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৯, ৪ জুন ২০২৪

Ekushey Television Ltd.

ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা চলছে। এই নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যে মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় ৮টায়) ৪২ আসনের মধ্যে পাঁচটির চূড়ান্ত ফল ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন। এগুলোর সব আসনেই জিতেছে সেখানকার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রস। এছাড়া ২৪টি আসনে এগিয়ে আছে দলটি।

ওই সময় বাকি আসনগুলোর মধ্যে ১২টি আসনে এগিয়ে ছিল বিজেপি। একটিতে এগিয়ে ছিল ন্যাশনাল কংগ্রেস।

তৃণমূলের জেতা পাঁচটি আসনের মধ্যে ডায়মন্ড হারবার আসনে জিতেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসানসোলে জয় পেয়েছেন শত্রুঘ্ন সিনহা। আর বর্ধমান–দুর্গাপুর আসনে জিতেছেন কীর্তি আজাদ ঝা। বাঁকুড়ায় জিতেছেন অরুপ চক্রবর্তী এবং বর্ধমান-পূর্বে জয় পেয়েছেন শর্মিলা সরকার।

কেআই// 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি