ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

পশ্চিমবঙ্গে সরকারি ছুটির স্বীকৃতি পেল শবে বরাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৪, ২ আগস্ট ২০২৩

ভারতের পশ্চিমবঙ্গে সরকারি ছুটি আরও দু’দিন বেড়েছে। এই ছুটির কথা আজ বুধবার (১ আগস্ট) ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রীয় ভবন নবান্ন থেকে এই দু’‌দিন ছুটির ঘোষণা করেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস এর।  

এতদিন এ রাজ্যে মুসলমানদের ধর্মীয় আনুষ্ঠানিকতা শবে বরাত এবং সনাতন ধর্মাবলম্বীদের করম পূজাতে (প্রকৃতি পূজা ও উর্বরতার উৎসব) আংশিক ছুটি থাকত। সেই সেই ধর্মের মানুষ ওই দিনে ছুটি পেতেন। তিনি জানান, এবার থেকে ওই দু’‌দিন রাজ্য সরকার ছুটি ঘোষণা করল। আর এর মধ্যে দিয়ে সব ধর্মের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দিলেন মমতা।

সব ধর্মের মানুষের জন্যই তার সরকার কাজ করে যাবে বলে ফের আশ্বস্ত করেন তিনি। এদিকে, নতুন এই ছুটি ঘোষণা করতেই আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে রাজ্যের অন্যতম দুই ধর্মের অনুসারীসহ সরকারি কর্মচারীদের মাঝে। 

এদিন নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘‌আমরা সমস্ত ধর্মের উৎসব পালন করে থাকি। ঈদের ছুটিও পান সকলেই। দোলেরও ছুটিও দেওয়া হয়। আমরা মনে করি সর্ব ধর্ম, সর্ব কর্মর মিলনস্থল হল এই বাংলা। এই রাজ্য কাউকে বঞ্চিত করে না।’‌

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি