পশ্চিম তীরে আবারও নতুন করে বসতি স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল
প্রকাশিত : ০৯:৩৫, ১ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৩৫, ১ সেপ্টেম্বর ২০১৬
পশ্চিম তীরে আবারও নতুন করে বসতি স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল। মানবাধিকার সংস্থা পিস নাউ এ তথ্য নিশ্চিত করেছে।
এরইমধ্যে ৪শ’ ৬৪ বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। সংস্থাটির তথ্য অনুযায়ী এ নিয়ে চলতি বছর পশ্চিম তীরে আড়াই হাজারেরও বেশি বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েল। এরমধ্যে ৭৫৬টি বাড়ি অবৈধভাবে নির্মাণ করা হলেও পরে তা জোর করে বৈধ করা হয়। এদিকে, ইসরায়েলের এ বসতি স্থাপনকে পালেস্টাইনের শান্তির জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা দেশগুলোও এর নিন্দা জানিয়েছে। ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে নির্মিত ১শ’র বেশি বসতিতে প্রায় ৬ লাখ ইসরায়েলী বসবাস করছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যা অবৈধ।
আরও পড়ুন