ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পহেলা বৈশাখকে পুঁজি করে আকাশচুম্বী ইলিশের দাম

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১০, ১৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাঙালির অন্যতম উৎসব পহেলা বৈশাখ। আর এ উৎসবের অন্যতম আকর্ষণ পান্তা-ইলিশ। তাই এ উৎসবকে পুঁজি করে বেড়েছে ইলিশসহ সব ধরনের মাছের দাম। 

রোববার সকালে সরেজমিনে দিয়ে দেখা যায়, দেশের বৃহৎ পাইকারি মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২শ' থেকে ২৫শ' টাকা কেজি দরে। ৭শ' থেকে ৯শ' গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৬শ' থেকে ১৮শ' টাকা কেজি দরে। 

৫শ' থেকে ৭শ' গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২শ' টাকা কেজি দরে। আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৬শ' থেকে ৮শ' টাকা কেজি দরে।

হঠাৎ ইলিশের দাম আকাশচুম্বী হওয়ায় ক্রেতাদের চোখে মুখে হতাশা ও বিরক্তির ছাপ। তবে সমুদ্রে মাছের অকাল থাকায় ইলিশের দাম এমনটা বেশি বলে দাবি করেছেন পাইকারি বিক্রেতারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি