ঢাকা-রাজশাহী নতুন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’
পহেলা বৈশাখ চালু হচ্ছে না
প্রকাশিত : ১৪:৩৬, ১১ এপ্রিল ২০১৯
ঢাকা-রাজশাহী রুটের প্রথম বিরতিহীন আন্তঃনগর ট্রেনের নাম রাখা হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। কথা ছিল ট্রেনটি বৈশাখের প্রথম দিন উদ্বোধন করা হবে। কিন্তু তা আর হচ্ছে না। প্রধানমন্ত্রীর সময় পাওয়া সাপেক্ষে উদ্বোধন করা হবে নতুন এ ট্রেন।
এমনটি জানিয়েছেন রেল সচিব মোফাজ্জেল হোসেন।
ঢাকা-রাজশাহী রুটে বর্তমানে তিনটি আন্তঃনগর ট্রেন চলে। এতে সময় লাগে ছয় থেকে সাত ঘণ্টা। কারণ ১০ থেকে ১৪টি স্টেশনে যাত্রাবিরতি করে ট্রেনগুলো। বিরতিহীন নতুন ট্রেনে যাত্রাপথে সময় লাগবে চার ঘণ্টা। সকাল ৭টায় রাজশাহী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ১১টায়। ঢাকা থেকে দেড়টায় ছেড়ে রাজশাহী ফিরবে বিকেল সাড়ে ৫টায়।
রেল সচিব জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এ ট্রেনের নাম ঠিক করেছেন ‘বনলতা এক্সপ্রেস’। তিনি সময় দিলে ট্রেনটির উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন, সেদিন থেকেই চলবে ট্রেনটি।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা নতুন বগিতে চলবে ‘বনলতা এক্সপ্রেস’। ১২টি বগি থাকবে এ ট্রেনে। আসন থাকবে ৯২৮টি। বিরতিহীন চলার কারণে সব শ্রেণিতেই অন্যান্য ট্রেনের চেয়ে ১০ শতাংশ বেশি ভাড়া পড়বে ‘বনলতা এক্সপ্রেসে’। শোভন শ্রেণিতে সর্বনিম্ন ভাড়া ৩৭৫ টাকা। শীতাতপ নিয়ন্ত্রিত ক্যাবিনের ভাড়া ৮৬৩ টাকা আর বাথের ভাড়া পড়বে এক হাজার ২৮৮ টাকা।
এসএ/
আরও পড়ুন