ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

পাঁচ বছরে ৪৫ শতাংশ জিডিপির প্রবৃদ্ধি: অর্থমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৭, ৫ মার্চ ২০২০

দেশে গত পাঁচ বছরে ৪৫ শতাংশ জিডিপির প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, দেশে উন্নয়ন হচ্ছে, মাথাপিছু জিডিপিও ভালো। অর্থনীতি এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো কিন্তু কর্মসংস্থানের সুযোগ বাড়ছে না।

আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২০’ এ অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দৈনিক বণিক বার্তা ও সিটি ব্যাংকের যৌথ আয়োজনে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সিপিডির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেহমান সোবহান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন।

সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘পৃথিবীতে অনেক দেশ আছে, যেখানে কর্মসংস্থান, ম্যানুফেকচারিং খাতের অবদান অনেক কম। কিন্তু অর্থনীতিতে তারা সবার উপরে। তাদের অন্য খাত আছে। আমরাওতো সেখাতে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা মিটিংয়ে বলেন, চাকরির জন্য কষ্ট করতে হবে না। সবাই চাকরি পাবেন। চাকরির জন্য বিশেষ পরিকল্পনা নেয়া হচ্ছে; সেখানে দুই থেকে তিন কোটি মানুষের চাকরি হবে।’

অর্থমন্ত্রী দেশের উন্নয়নের জন্য সময় চেয়ে বলেন, ‘আমি যেভাবে সংবিধান পেয়েছি, যেভাবে কর্মপরিকল্পনা পেয়েছি, যেভাবে অর্থনীতি পরিকল্পনা সাজাতে হয়; সেভাবে কাজ করে যাচ্ছি। আমাকে সময় দিতে হবে। আমাকে সময় দেন, আপনারা ফলাফল পাবেন।’

সঞ্চয়ের বিভিন্ন সেবা প্রসঙ্গে বলতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সঞ্চয় সেবাগুলো বালিশের নিচে টাকা রাখার মতোই। এগুলোর কোন বহুমুখী ব্যবহার নেই। এগুলো আমাদের মেইনস্ট্রিম ইকোনোমিতেও আসে না। কীভাবে এগুলোকে নিয়ে আসা যায়?- সেগুলোকে এনেছি সিস্টেম দিয়ে, আমরাতো গায়ের জোরে কিছু করতে চাইনি। সঞ্চয়ের সেবাগুলো ছিল প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, যারা পেনশন পান তাদের জন্য। আমরা দেখলাম এটার অপব্যবহার হচ্ছে।... সেগুলোতে আমরা চাইনি। ব্যাংকিং খাতে আমরা অটোমেশন করে ফেলেছি। এটাতে কারা সঞ্চয়পত্রের মালিক সেটা জানতে পারছি। কিছুদিনের মধ্যে ডাকঘর সঞ্চয়পত্রেরও অটোমেশন হয়ে যাবে। এর উপরও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এটাতেও কেউ ঠকবেন না।’

পুঁজিবাজার প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, ‘পুঁজিবাজার উঠবে নাকি নামবে, সেটা দেখার দায়িত্ব আমার না। আমার কাজ হচ্ছে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা। আমি যদি এদেশের ক্ষুদ্র মৌলিক অর্থনীতিগুলোকে শক্তিশালী করি, তাহলে পুঁজিবাজারেও ভালো প্রভাব পড়বে। আমার কাজটি হচ্ছে, সামষ্টিক অর্থনীতির প্রতিটি গতিধারা শক্তিশালী রাখা। এসব করতে পারলে আমাদের সকল অর্জন, জিডিপির প্রবৃদ্ধি সব আমরা করতে পারবো।’

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি