ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

পাঁচ বছর বয়সী ছোঁয়ার জন্যে এগিয়ে আসুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ১৬ এপ্রিল ২০১৭

পাঁচ বছর বয়সী ছোঁয়া। জন্ম থেকেই তার হৃদপিন্ডে ছিদ্র। চিকিৎসকরা বলেছেন, দ্রুত অস্ত্রপচার করা না হলে যেকোন সময় নিভে যেতে পারে জীবন প্রদীপ। শিশুটির বাবা আসাদ মিয়া, পেশায় সবিজ বিক্রেতা। তার পক্ষে কোনভাবেই সম্ভব হচ্ছেনা ওপেন হার্ট সার্জারির খরচ যোগার করা। তবে কি অতালেই হারিয়ে যাবে ছোঁয়া? 

ময়মনসিংহ নগরীর পুরোহিত পাড়ার সবজি বিক্রেতা আসাদ মিয়া ও হাফিজা খাতুনের একমাত্র সন্তান আসমাউল হোসনা ছোঁয়া। জন্মের আড়াই বছরের মাথায় দেখা দেয় ব্লু-ব্লাড-এর উপসর্গ। নীল হয়ে যায় পুরো শরীর, বাঁধে জ্বর।

স্থানীয়ভাবে চিকিৎসায় উন্নতি না হলে, ছোঁয়াকে নেয়া হয় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানেই ধরা পড়ে জন্ম থেকেই হৃদযন্ত্রে ছিদ্র রয়েছে ছোঁয়ার। চিকিৎসার জন্য যে নির্দেশনা দেয়া হয়, সেটি বহন করার নেই বাবার। সন্তানকে নিয়ে ফিওে আসেন বাড়িতে। এখন চিকিৎসা চলছে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে। ।

ওপেন হার্ট সার্জারী দূরে থাকুক, ছোঁয়ার জন্য নিয়মিত ওষুধ কেনার সামর্থটুকুও নেই নিন্মবিত্ত পরিবারটির।

শিশু ছোঁয়ার চিকিৎসায় ২ থেকে আড়াই লাখ টাকা প্রয়োজন। সমাজের সহৃদয় বিত্তবানদের দিকে তাকিয়ে স্বজনরা।

শিশুটির জীবন রক্ষা পেতে পরে সবাই হাত বাড়িয়ে দিলে। চিকিৎসার জন্য সহায়তা পাঠানো যাবে- আসাদ মিয়া, পূবালী ব্যাংক, ময়মনসিংহ শাখা, হিসাব নম্বর - ০৩১৩১০১১৬৮৯৬১


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি