ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

পাঁচ মণ ওজনের ডলফিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ১৫ মে ২০১৮

লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তা নদীতে পাঁচ মণ ওজনের একটি ডলফিন ধরা পড়েছে। স্থানীয়ভাবে শুশুক বা শিশু নামে পরিচিত এই জলজ প্রাণীটির দৈর্ঘ্য প্রায় সাড়ে আট ফুট এবং ওজন ৪ মণ ৩৫ কেজি। ডলফিনটি শৈলমারীর নদী ও জীবন স্কুলমাঠে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোবারক হোসেনের জিম্মায় রয়েছে।

গতকাল সোমবার বেলা ১২টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারীতে স্থানীয় কৃষকেরা ডলফিনটি ধরেন।

জানা গেছে, সোমবার সকালে পাঁচ ছয়জন কৃষক তিস্তা নদীর কাছে গেলে বিশাল আকারের এই মাছটি দেখেতে পান। বিশাল আকারের মাছটি জালে আটক করার চেষ্টা করে ব্যর্থ হন তার। পরে তারা ডলফিনটির মাথায় আঘাত করলে ডলফিনটি গুরুতর আহত হয়। এরপর এটি নদী থেকে তুলে নেন কৃষকরা।

কালীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মুফাচ্ছালীন জানান, স্থানীয়ভাবে শুশুক নামে পরিচিত ফ্রেশ ওয়াটার ডলফিন পরিবেশের জন্য উপকারী ও ভারসাম্য রক্ষাকারী। ডলফিনটিকে আটক করার সময় পানিতেই পিটিয়ে আধমরা করে ডাঙায় তোলা হয়েছে। পরে এটির মৃত্যু ঘটে।

ভোটমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোবারক হোসেন জানান, উৎসুক জনতার ভিড়ের কারণে ডলফিনটি কোথাও নিতে পারছেন না কৃষকরা।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি