ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

পাঁচ মামলায় ক্ষমা পেলেন সুচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ১ আগস্ট ২০২৩

মিয়ানমারে কারাবন্দি বেসামরিক নেত্রী অং সুচিকে পাঁচ ফৌজদারি মামলায় ক্ষমা করা হয়েছে। যদিও তার বিরুদ্ধে আরও ১৪টি মামলা রয়েছে।

মঙ্গলবার এ কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম। বুদ্ধিস্ট লেন্ট ডে উপলক্ষে সাত হাজারেরও বেশি বন্দিকে ক্ষমা করার অংশ হিসেবে এ ঘোষণা দেয়া হয়েছে।

সংবাদ মাধ্যমে আরও বলা হয়েছে, স্টেট এডমিনিস্ট্রেশান কাউন্সিলের চেয়ারম্যান সুচিকে ক্ষমা করেন।

জান্তার মুখপাত্র জাও মিন তুন ইলেভেন বলেছেন, ক্ষমা ঘোষণার অর্থ হচ্ছে সুচির জেলের মেয়াদ ছয় বছর কমবে।

সুচি ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আটক রয়েছেন। বেশ কিছু অভিযোগের কারণে তার ৩৩ বছরের কারাদণ্ড হয়েছে।

আইনী সূত্রে বলা হয়েছে, পাঁচটি মামলায় তাকে ক্ষমা করা হলেও আরও ১৪টি মামলা তার রিরুদ্ধে রয়েছে। ফলে তিনি কারামুক্ত হতে পারছেন না।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে সেনাবাহিনী ক্ষমতা দখলে নেওয়ার পর থেকে বন্দি রয়েছেন সুচি। তবে নোবেল বিজয়ী এই নেত্রীকে গত সপ্তাহে রাজধানী নেইপিদোর কারাগার থেকে মুক্ত করে তার বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়েছে।

উল্লেখ্য, সামরিক অভ্যুত্থানের পর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি সংঘাতপূর্ণ হয়ে ওঠে। এর ফলে ১০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি