পাইকারি ১৫ টাকার লেবু খুচরা বাজারে ৫০ টাকা! (ভিডিও)
প্রকাশিত : ১১:৩২, ৮ এপ্রিল ২০২২ | আপডেট: ১১:৩৪, ৮ এপ্রিল ২০২২
রাজধানীর কারওয়ান বাজার পাইকারি আড়তে যে লেবু হালিতে ১৫ টাকা, সেটি মহল্লার বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। একই অবস্থা বেগুন, কাঁচামরিচ ও ধনেপাতারও। পাইকারি আড়তে প্রতিকেজি বিক্রি হওয়া ৪০ টাকার ধনেপাতা খুচরা বাজারে বিক্রি হচ্ছে দেড়শো টাকায়। বেগুন আর কাঁচা মরিচের দামও দ্বিগুনের বেশি।
রমজান মাসে কয়েক গুণ চাহিদা বেড়েছে লেবু, বেগুন, কাঁচা মরিচ আর ধনে পাতার। রাজধানীর কারওয়ান বাজারের এই পাইকারি আড়তে লেবুর হালি ৫টাকা থেকে সর্বোচ্চ ১৫ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪০ থেকে ৪৫ টাকায়। ধনেপাতার কেজি ৪০ থেকে ৫০ আর কাচামরিচ ৪০ থেকে ৫০টাকায় বিক্রি হচ্ছে।
একজন পাইকারি বিক্রেতারা বলছেন, "বেগুন ৫০ টাকা কেজি বিক্রি করি, আমাদের থেকে যারা নিয়ে বিক্রি করে তারা ১০০ থেকে ১৫০ টাকা কেজিও বিক্রি করে।"
কারওয়ান বাজার থেকে মাত্র দুই কিলোমিটার দূরে রাজধানীর শান্তিনগর বাজার। পাইকারি আড়ত থেকে কিনে, খুচরা বিক্রি হচ্ছে। এখানে ১৫টাকা হলি লেবু কয়েকগুণ বাড়িয়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ধনে পাতার দাম তিনগুণ বেড়ে বিক্রি হচ্ছে ১শ থেকে দেশড় টাকায়। বেগুন আর কাঁচা মরিচের দামও দ্বিগুনের বেশি।
একজন খুচরা বিক্রেতা বলেন, "কাঁচা মরিচ ৮০ টাকা, ধনে পাতা ১২০ টাকা কেজি, শশা ৫০ টাকা কেজি আর লেবু ৫০ টাকা হালি বিক্রি হচ্ছে খুচরা বাজারে।"
কারওয়ান বাজার থেকে মাত্র দুই কিলোমিটার পরিবহন ও অন্য খরচ কেজিতে দুটোর বেশি নয়। অথচ রমজানে বেশি বিক্রি হওয়া এসব পণ্য দুই থেকে চার গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। কিন্তু কেন? বিক্রেতাদের সেই গধবাধা জবাব।
যদিও খুচরা বিক্রেতাদের দাবি তারা পাঁচ থেকে দশ টাকা লাভেই বিক্রি করছেন।
এছাড়া কলা, শশাসহ বেশ কিছু ইফতারি পণ্যের দামও অনেক বেশি।
এসবি/
আরও পড়ুন