ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানকে আর নেতৃত্ব দিবেন না বাবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ২ অক্টোবর ২০২৪

পাকিস্তানের জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। এক বছরেরও কম সময়ের মধ্যে দুইবার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন বাবর আজম।

গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি জানিয়ে দেন। কারণ হিসেবে তিনি ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে মনোযোগী হওয়া,নিজের খেলা উপভোগ ও পরিবারকে সময় দেওয়ার বিষয় উল্লেখ করেন।

এর আগে ভারতের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পরে বাবরকে তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল বোর্ড। যদিও বাবর সেক্ষেত্রে নিজেই পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন। এরপর টেস্টে শন মাসুন ও টি-টোয়েন্টি ক্রিকেটে শাহীন শাহ আফ্রিদিকে নেতৃত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

প্রথম দফার অধিনায়কত্বে ক্যারিয়ারে বাবর পাকিস্তান ক্রিকেট দলকে উল্লেখযোগ্য সাফল্য এনে দেন। বাবরের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাল্টি ফরম্যাটে সিরিজ জয় করে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ওয়ানডে সিরিজে সাফল্য পায় পাকিস্তান। তার নেতৃত্বেই দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপের একটিতে ফাইনাল ও অন্যটিতে সেমিফাইনাল খেলে পাকিস্তান।

তবে দ্বিতীয় দফায় তার নেতৃত্বে পাকিস্তান  হতাশ হয়। ১৩টি টি-টোয়েন্টি ম্যাচের মাত্র ছয়টিতে জয় পায়।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি