ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

পাকিস্তানকে ভালোই জবাব দিচ্ছে আফগানিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ২১ সেপ্টেম্বর ২০১৮

একদিকে বাংলাদেশি ব্যাটসম্যানরা যখন ভারতীয় বোলারদের মোকাবেলায় নাকানি চুবানি কাচ্ছে, তখন পাকিস্তানি বোলারদের ভালোই জবাব দিচ্ছে টিম আফগানিস্তান। ওপেনিং জুটি দ্রুত বিদায় নিলেও টপ অর্ডারের বাকি দুই ব্যাটসম্যান ভালোই চাপ সামলেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ২৭ ওভারে ১০৫ রান। হাতে রয়েছে আরও ৭টি উইকেট। এদিকে ৪৪ বলে ২৫ রান নিয়ে ব্যাট করছেন শাহিদী ও ৭ রানে ক্রিজে আছেন আজগর আফঘান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক আজগর আফঘান। এদিকে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল আফগানিস্তানের দুই ওপেনার মোহাম্ম শেহজাদ ও ইসনাল্লুহ জানাত। শেহজাদ ২০ রান করে ফিরে যাওয়ার আগে ইহসান উল্লাহও প্যাভিলিয়নে ফেরত যান ঝুলিতে মাত্র ১০ রান তুলে। পাকিস্তানের বিপক্ষে মোহাম্মদ নওয়াজ তিনটি উইকেট তুলে নিয়েছে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি