ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

পাকিস্তানকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫০, ২৭ এপ্রিল ২০১৮

পাকিস্তানকে রুখে যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাই পর্বে  সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার বিকেলে থাইল্যান্ডের ব্যাংককে পাকিস্তানের সাথে অনুষ্ঠিত ম্যাচে ৩-৩ গোলে ড্র করে এই সুযোগ পায় বাংলাদেশ।

বাংলাদেশ প্রথম ও দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুর ও কম্বোডিয়ার বিরুদ্ধে যথক্রমে ১০-৪ এবং ২০-০ গোলে জয় পয়। পরে তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৭-৪ গোলে হেরে যায় বাংলাদেশ।

পরে শুক্রবার সকালে মালয়েশিয়ার কাছে  ১২-১ গোলে পাকিস্তান হেরে যাওয়ায় বাংলাদেশের সেমিফাইনালে উঠার  সম্ভাবনা বেড়ে যায়।

উল্লেখ্য, ১১ দলের এই বাছাই পর্ব থেকে সেরা দুই দল পাবে অক্টোবরে আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য যুব অলিম্পিক গেমসের টিকিট। ২০১৪ সালে বাংলাদেশ বাছাই পর্বের ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল।

 

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি