ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ২০ ডিসেম্বর ২০২২

নিজেদের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচেও সফরকারী ইংল্যান্ডের কাছে হেরে গেছে পাকিস্তান। তিন ম্যাচের সবকটি জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো ইংলিশরা।

আজ মঙ্গহলবার করাচিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি ৮ উইকেটে জিতে নিয়েছে ইংল্যান্ড। প্রথম দুই টেস্ট জিতে সিরিজে আগেই ২-০ ব্যবধানে এগিয়ে ছিল ইংলিশরা। 

দ্বিতীয় ইনিংস শেষে পাকিস্তানের ছুঁড়ে দেয়া ১৬৭ রান মাত্র দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় ইংল্যান্ড। বেন ডাকেট ১২টি বাউন্ডারিতে ৮২ রানে ও বেন স্টোক তিন চারে ৩৫ রানে পরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

প্রথম ইনিংসে পাকিস্তানের ৩০৪ রানের জবাবে ৩৫৪ রান করে ইংল্যান্ড। ৫০ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ২১ রান করেছিল পাকিস্তান। ১০ উইকেট হাতে নিয়ে ২৯ রানে পিছিয়ে ছিল পাকিস্তান।

তৃতীয় দিন দলীয় ৫৩ রানে পাকিস্তানের প্রথম উইকেটের পতন ঘটান ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ। এরপর ১ রানের ব্যবধানে পাকিস্তানের আরও ২ উইকেট তুলে নেন লিচ। ওপেনার আব্দুল্লাহ শফিক ২৬, শান মাসুদ ২৪ ও ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা আজহার আলী প্রথম ইনিংসে ৪৫ রান করলেও এবার রানের খাতাই খুলতে পারেননি। 

লিচের ঘুর্ণিতে ৫৪ রানে ৩ উইকেট পতনের পর পাকিস্তানকে লড়াইয়ে ফেরান অধিনায়ক বাবর আজম ও সাউদ শাকিল। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে ইংল্যান্ডের আরেক স্পিনার রেহান আহমেদের শিকার হন। বাবর ৫৪ ও শাকিল ৫৩ রান করেন। মূলত রেহানই ভেঙ্গে দিয়েছেন পাকিস্তানের মেরুদণ্ড। 

পরের দিকে আরও ৩ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ২১৬ রানে গুটিয়ে দেন অভিষেক ম্যাচ খেলতে নামা রেহান। প্রথম ইনিংসে ২ উইকেট নেয়া রেহান এবার ৪৮ রানে ৫ উইকেট নেন। ৭২ রানে ৩ উইকেট নেন লিচ। 

১৬৭ রানের টার্গেটে খেলতে নেমে টি-টোয়েন্টি মেজাজে ইনিংস শুরু করেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ৪১ বলে ৪১ রান করা ক্রলিকে শিকার করে জুটি ভাঙ্গেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। 

উদ্বোধনী জুটিতে ৬৯ বলে ৮৭ রান তুলেন ক্রলি-ডাকেট।

নাইটওয়াচম্যান রেহানকে ১০ রানে বিদায় করে দ্বিতীয় উইকেট নেন আবরার। অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে দিন শেষ করেছেন ডাকেট।  ৪৩ রানে ২ উইকেট নিয়েছেন আবরার।

প্লেয়ার অব দ্য ম্যাচ ও সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের হেনরি ব্রুক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি