ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দিয়েছে প্রমীলারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫০, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২২:৫০, ৩০ সেপ্টেম্বর ২০১৮

স্বপ্না-মার্জিয়ার হ্যাটট্রিকে অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দিয়েছে নারী ফুটবলাররা। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে রোববার কোচ গোলাম রব্বানী ছোটনের দল এ সাফল্য পান।

স্বপ্না ৭টি, মার্জিয়া ৪টি, শিউলি আজিম ২টি গোল করেন। বাকি চার গোলদাতা আঁখি খাতুন, মিশরাত জাহান, তহুরা খাতুন ও কৃষ্ণা রাণী। দাপুটে এই জয়ে সেমি-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। আগামী মঙ্গলবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাঘিনীরা।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি