কাশ্মির হামলা
পাকিস্তানিদের সব ধরণের ভিসা বাতিল করল ভারত
প্রকাশিত : ১৭:২৬, ২৪ এপ্রিল ২০২৫

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানকে দায়ী করে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছে ভারত। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা বাতিল ও নতুন ভিসা প্রদান বন্ধের ঘোষণা দিয়েছে নয়াদিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানি নাগরিকদের দেওয়া মেডিকেল ভিসাসহ সব বৈধ ভারতীয় ভিসা আগামী ২৭ এপ্রিল থেকে বাতিল বলে গণ্য হবে। আর যারা এখন ভারতে অবস্থান করছেন, তাদের অবশ্যই আগামী ২৯ এপ্রিলের মধ্যে দেশ ছেড়ে যেতে হবে। ভিসা বাতিলের পাশাপাশি পাকিস্তানের নাগরিকদের জন্য সব ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, যেসব পাকিস্তানি নাগরিক ইতোমধ্যে ভারতে প্রবেশ করেছেন, তাদের ৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতীয় নাগরিকদেরও পাকিস্তান ভ্রমণ থেকে বিরত থাকার এবং যারা সেখানে অবস্থান করছেন, তাদের দ্রুত দেশে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।
এর আগে বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) এক জরুরি বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি বড় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে রয়েছে—সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত, প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ, পাকিস্তানি কূটনীতিক বহিষ্কার, ইসলামাবাদ থেকে ভারতীয় সামরিক উপদেষ্টাকে প্রত্যাহার এবং হাইকমিশনের কর্মীসংখ্যা হ্রাস।
নয়াদিল্লি অভিযোগ করছে, কাশ্মিরের পেহেলগামে সংঘটিত হামলায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত, এবং সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দিচ্ছে। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক।
ভারতের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার পাকিস্তান তাদের জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) জরুরি বৈঠক ডেকেছে এবং পাল্টা প্রতিক্রিয়া জানানোর ঘোষণা দিয়েছে। ইসলামাবাদ জানিয়েছে, নয়াদিল্লির এই সিদ্ধান্তগুলো "অপরিণত ও প্রতিক্রিয়াশীল", এবং পাকিস্তান উপযুক্ত জবাব দেবে।
সূত্র: এনডিটিভি।
এসএস//
আরও পড়ুন