ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হচ্ছেন না ইসহাক দার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:৫৯, ৩ আগস্ট ২০২৩

পাকিস্তানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দেশটির অর্থমন্ত্রী ইসহাক দারকে নিয়োগের বিষয়টি নাকচ করে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। খবর দ্য ডনের।

দারকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের ব্যাপক জল্পনা-কল্পনার মধ্যে গত রোববার জিও নিউজের এক অনুষ্ঠানে শেহবাজ শরীফ এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচনকে ‘স্বচ্ছ’ করার জন্য অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য একজন ‘নিরপেক্ষ ব্যক্তি’ নির্বাচিত করা হবে।

পাকিস্তানের সরকারপ্রধান বলেন, ‘এই পদে একজন নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ করা উচিত, যাতে কেউ নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন তুলতে না পারে।’

তিনি বলেন, জাতীয় সংসদের বিরোধী দলের নেতার সঙ্গে পরামর্শ করে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে এবং তার আগে তিনি সব মিত্র দল ও পাকিস্তান মুসলিম লীগের (এন) নওয়াজ শরিফের সঙ্গেও এ বিষয়ে পরামর্শ করবেন।

তত্ত্বাবধায়ক সরকারের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার বিষয়ে সম্প্রতি একটি বিল সংসদে পাস হয়েছে।
শেহবাজ শরীফ বলেন, তিনি ১২ আগস্ট তার সরকারের মেয়াদ শেষ হওয়ার কয়েক দিন আগে জাতীয় পরিষদ ভেঙে দেবেন। এরপর নির্বাচন কমিশন আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করবে।

প্রধানমন্ত্রী শরীফ জানান, নতুন আদমশুমারির ইস্যুতে নির্বাচন বিলম্বিত করার কোনো ইচ্ছা তার নেই। যদি নতুন আদমশুমারি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়, এমনকি যদি নতুন আদমশুমারি ঘোষণা করা হয়; তাহলে পাকিস্তানের নির্বাচন কমিশন বিষয়টি দেখবে।
সূত্র : এএনআই

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি