ঢাকা, রবিবার   ২৬ জানুয়ারি ২০২৫

পাকিস্তানের নৌ-বিমান ঘাঁটিতে হামলা, লিবারেশন আর্মির দায় স্বীকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৯, ২৭ মার্চ ২০২৪

পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নৌ বিমানঘাঁটি পিএনএস সিদ্দিকে বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। সোমবারের ওই ঘটনায় এক আধাসামরিক সেনা ও পাঁচ হামলাকারী নিহত হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সন্ত্রাসীদের আক্রমণের পর নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালায়। সেসময় হতাহতের ওই ঘটনা ঘটে। বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এ ঘটনার দায় স্বীকার করেছে। বেলুচিস্তানে চীনা বিনিয়োগের বিরোধিতা করে তুরবাতে ওই নৌ ব্মিানঘাঁটিতে তারা আক্রমণ চালানোর কথা জানিয়েছে।

এ ঘটনায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা বিরাট ক্ষতির হাত থেকে বেঁচেছি’। পাকিস্তান নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, “ঘাঁটিতে প্রবেশের চেষ্টাকারী পাঁচ হামলাকারীকে মেরে ফেলা হয়েছে। অপরদিকে এক আধাসামরিক সেনার মৃত্যুর তথ্য পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতেও জানানো হয়েছে।

বেলুচিস্তান লিবারেশন আর্মি বলছে, তাদের সদস্যরা ঘাঁটিতে ঢুকে পড়ে, যেখানে চীনা ড্রোন রয়েছে। এর আগে গত ২৯ জানুয়ারি সংগঠনটি মাচ শহরে এবং ২০ মার্চ সামরিক গোয়েন্দাদের সদর দপ্তরে আক্রমণ চালায়।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি