পাকিস্তানের বিপক্ষে চমক দেখাতে চায় নেদারল্যান্ডস
প্রকাশিত : ১১:৩৭, ৬ অক্টোবর ২০২৩
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে এশিয়ার ক্রিকেট পরাশক্তি পাকিস্তান। ডাচদের থেকে সব দিক থেকে এগিয়ে থাকলেও মাঠে নামার আগে সতর্ক বাবর আজমরা। তবে দুর্দান্ত নৈপূণ্যে বাছাই পর্ব পেরিয়ে আসা নেদারল্যান্ডস মূল পর্বেও চমক দেখাতে চায়।
হায়দ্রাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শুক্রবার দুপুর ২টায়।
বিরানব্বইয়ে ইমরান খানের হাত ধরে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। এরপর কেটে গেছে ৩১ বছর। খুব কাছে গেলেও দ্বিতীয়বার ট্রফি ছুয়ে দেখতে পারেননি ওয়াসিম আকরাম-মঈন খান-শোয়েব আখতারদের কেউই।
এবার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই ভারতের মাটিতে পা রেখেছে পাকিস্তান। রাজনৈতিক দ্বন্দ্বে বহুদিন ভারতে না খেললেও পার্শ্ববর্তী দেশ হওয়ায় কন্ডিশনের সাথে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হয়নি বাবর আজমদের।
প্রতি আসরের মতো এবারও ফেবারিটের তকমা নিয়েই খেলতে নামবে পাকিস্তান। তবে এশিয়া কাপ থেকে শুরু করে প্রস্তুতি ম্যাচের ফলাফলে কিছুটা চিন্তিত টিম ম্যানেজমেন্ট। নেদারল্যান্ডসের বিপক্ষে তাই সতর্ক হয়েই মাঠে নামছে রিজওয়ানরা।
অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও বিশ্বকাপ বাছাইপর্ব থকেই একের পর এক চমক দেখাচ্ছে নেদারল্যান্ডস। দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে মূলপর্বে এসেছে তারা। ভারতের বাইশ গজেও আলো ছড়াতে চায় ডাচরা।
এএইচ