ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানের লড়াকু পুঁজি, দক্ষিণ আফ্রিকাকে ২৭১ রানের টার্গেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩২, ২৭ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৮:৪২, ২৭ অক্টোবর ২০২৩

পাকিস্তানের মিডলঅর্ডার নিয়ে সমস্যা বহুদিনের পুরনো। বিশ্বকাপেও একই কারণে ধুঁকছে তারা। কিন্তু শুক্রবার (২৭ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান পেয়েছেন মিডলঅর্ডারে ব্যাট করতে নামা ইফতিখার আহমেদ, সৌদ শাকিল, শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ, রান করেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানও। তাতে প্রোটিয়াদের বিপক্ষে ২৭০ রানের পুঁজি পেয়েছে বাবর আজমের দল।

চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে সব কটি উইকেট হারিয়ে ৪৬.৪ ওভারে ২৭০ রান করেছে পাকিস্তান। দলের হয়ে শাকিল ৫২, বাবর আজম ৫০, শাদাব খান ৪৩, রিজওয়ান ৩১, নেওয়াজ ২৪ ও ইফতিখার ২১ রান করেন। প্রোটিয়াদের হয়ে ৪ উইকেট নেন তাবরাইজ শামসি। মার্কো জানসেন ৩, জেরাল্ড কোয়েটজে ২ ও লুঙ্গি এনগিদি একটি উইকেট পান।

কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি