ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৬৯ রান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ১১ মে ২০১৭ | আপডেট: ১১:২২, ১১ মে ২০১৭

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৬৯ রান।
উইন্ডসর পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে টস হেরে ব্যাট করতে নামে সফরকারী পাক বাহিনী। দলীয় ১৯ ও ব্যাক্তিগত ৯ রান করে প্রথমে আউট হন ওপেনার শান মাসুদ। এরপর বাবর আজম ফিরেন ৫৫ রানে। ৮৫ রানে ওপেনার আজহার আলি ও ইউনুস খান অপরাজিত আছেন ১০ রানে। ২১৯ বলের মোকাবেলায় ২টি ছক্কা ও ৭টি চারে এই দুর্দান্ত ইনিংস খেলেন আজহার। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন আলজেরারি জোসেফ ও রোস্টন চেজ। তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-১ এ সমতায় রয়েছে দুদল।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি