ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

পাকিস্তানে অন্তঃসত্ত্বা শিল্পীকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ১৩ এপ্রিল ২০১৮

পানিস্তানের সিন্ধ প্রদেশের লারকানা শহরে একটি গানের অনুষ্ঠানে অন্তসঃত্ত্বা সংগীতশিল্পীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত শিল্পীর নাম সামিরা সিন্ধু (২৮)। তিনি আট মাসের অন্তসঃত্ত্বা ছিলেন। মঙ্গলবার গত  পারিবারিক এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে।

হত্যার খবর জানাজানি হলে সুষ্ঠু তদন্ত ও  বিচারের দাবিতে গোটা দেশে শিল্পীরা বিক্ষোভ করছেন।

নিহত শিল্পীর স্বামী আশিক সাম্য পুলিশকে বলেন, অনুষ্ঠানে এক লোক তার স্ত্রীর দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে গান গাইতে বলেন। এ সময় সামিরা বলেন, তিনি অন্তঃসত্ত্বা। দাঁড়াতে পারবেন না। এরপর লোকটি তাকে গুলি করেন।

এঘটনার পর তারিক যাতই নামের সেই লোককে গ্রেফতার করা হয়েছে। তিনি আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, তিনি উদযাপনের সময় ফাঁকা গুলি ছুড়েছিলেন। ভুল করে সামিরাকে গুলি লাগে। তাকে রিমান্ডে নিয়েছে পুলিশ। বিক্ষোভকারীরা বলছেন, ঘটনাস্থলে আরো দুই লোক উপস্থিত ছিল। তাদেরও গ্রেফতার করতে হবে।

সামিরা সিন্ধু স্থানীয় লোকজনের মধ্যে জনপ্রিয় সংগীতশিল্পী। সিন্ধ লোকগীতি ও সুফি সংগীত ঘরানার আটটি অ্যালবাম তার রয়েছে। তবে তার রোজগারের মূল উৎস ছিল পারিবারিক অনুষ্ঠান।

 

টিআর/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি