ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

পাকিস্তানে কয়েকদিনের বৃষ্টি-বন্যা-ধসে ৮৬ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ১১ জুলাই ২০২৩

পাকিস্তানে কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টিপাতে ভূমিধস ও বন্যায় অন্তত ৮৬ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে দেড় শতাধিক মানুষ।

দেশটির জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, ভারী বৃষ্টিতে লাহোরের বিভিন্ন এলাকায় বাড়ির ছাদ ধসে পড়েছে।

টানা বর্ষণে কোথাও ভূমিধস, কোথায় আকস্মিক বন্যা এবং তীব্র জলাবদ্ধতায় কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিবৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের অনেক এলাকা।

পাঞ্জাবের কিছু কিছু স্থানে স্কুল বন্ধ রয়েছে। পাকিস্তানের একাধিক রাজ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। 

এসবি/ 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি