ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পাকিস্তানে চার্চে আত্মঘাতী হামলায় হতাহত ২৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ১৭ ডিসেম্বর ২০১৭

পাকিস্তানের কোয়েটায় একটি চার্চে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ২০জন।

রোববার খ্রিস্টানদের প্রার্থনার দিনে চালানো এ হামলায় অংশ নেয় অন্তত ২জন আত্মঘাতী হামলাকারী। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন এখবর নিশ্চিত করেছে।

বেথেল মেমোরিয়াল মেথোডিস্ট চার্চে হামলার সময় ভেতরে অন্তত ৪০০জন খ্রিস্টান প্রার্থনার জন্য সমবেত হয়েছিলেন। সন্ত্রাসীদের হামলায় ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। আহত ১৬ জনকে নিকটবর্তী একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসারত অবস্থায় মারা যায় আরও ৪ জন। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

বেলুচিস্তান প্রদেশের পুলিশের মহা-পরিদর্শক মোয়াজ্জেম আনসারি গণমাধ্যমকে বলেন, “হামলাকারীদের মূল লক্ষ্য ব্যর্থ করে দেয় ঘটনাস্থলের দায়িত্বরত পুলিশ সদস্যরা। আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হবার আগেই ২ হামলাকারীকেই হত্যা করে পুলিশ”।

তিনি আরও বলেন, “একজন হামলাকারী পুলিশের গুলিতে আহত অবস্থায়ই তার শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটান। এসময় সে চার্চের প্রধান দরজার বাইরে ছিলেন। অপরজনকে চার্চে ঢোকার দরজার কাছেই হত্যা করে পুলিশ। তবে সে তার বোমার বিস্ফোরণ ঘটাতে পারে নি”। বিষয়টি নিশ্চিত করেছেন বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুক্তি।

উক্ত চার্চে এর আগেও সন্ত্রাসী হামলা চালানো হয়। কয়েক বছর আগে চালানো হামলার পর থেকেই চার্চের নিরাপত্তা জোরদার করা হয়।

সূত্রঃ দ্য ডন

এস এইচ এস/এএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি