ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

পাকিস্তানে হাসপাতালে আত্মঘাতী বোমা হামলায় দায় স্বীকার করেছে তালেবান এবং আইএস

প্রকাশিত : ১৩:২১, ৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৩:২১, ৯ আগস্ট ২০১৬

পাকিস্তানের কোয়েটার হাসপাতালে আত্মঘাতী বোমা হামলায় দায় স্বীকার করেছে দুই জঙ্গিগোষ্ঠী তালেবান এবং আইএস। হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। তালেবানের একাংশ জামায়াত-উর-আহরার এক ই-মেইল বার্তায় এর দায় স্বীকার করে। অপরদিকে আমাক নিউজ এজেন্সিকে দেয়া বার্তায় দায় স্বীকার করে আইএস। সোমবার ভোরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিলাল আনোয়ার। তাকে দেখতে হাসপাতালে উপস্থিত ছিলেন আইনজীবীদের একটি দল ও সাংবাদিকরা। তাদের লক্ষ্য করে হাসপাতালের জরুরি বিভাগের কাছে আত্মঘাতি হামলা চালানো হয়। হতাহতদের অধিকাংশই আইনজীবী ও সাংবাদিক। বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের প্রধান জানান, হামলাকারীর শরীরে প্রায় আট কেজি বিস্ফোরক বাঁধা ছিল।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি