ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

পাক ক্রিকেটের `লালা`র মুখে খৈনি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ৯ সেপ্টেম্বর ২০১৮

সেনা দিবসে পাক সেনাবাহিনীর হেড কোয়ার্টারে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। নির্ধারিত সময়ে রাওয়ালপিণ্ডি পৌঁছে গ্যালারিতে আসন গ্রহণ করেন শহিদ আফ্রিদি। তার পর শান্ত হয়ে বসে মন দিয়ে অনুষ্ঠান উপভোগ করছিলেন।

কিন্তু কিছুক্ষণ পরেই দেখা গেল তিনি খুব দ্রুত মুখে কিছু একটা ঢোকালেন। তাও আবার লুকিয়ে। কিন্তু গোটা ঘটনাটাই ক্যামেরাবন্দি হল। আফ্রিদি জানতেও পারলেন না।

দর্শকদের মধ্যে বসেছিলেন আফ্রিদি। হঠাৎই লুকিয়ে লুকিয়ে কিছু একটা মুখে পুরলেন। আপাতদৃষ্টিতে দেখে মনে হতে পারে, মুখে খৈনি পুরলেন পাক ক্রিকেটের `লালা`। ঠিক যেমনভাবে মুখে খৈনি পোরা হয় আফ্রিদিও সেভাবেই সেই সন্দেহজনক জিনিস মুখ পুরলেন।

চারপাশে সেনা ও তাদের পরিবারের লোকজন বসে ছিলেন। মাঝখানে আফ্রিদি। এমন পরিবেশে লালা-র এই কাণ্ডকে মোটেও ভাল নজরে দেখছে না পাকিস্তানের আওয়াম। অনেকেই আফ্রিদির সমালোচনা শুরু করেছেন। সেনা দিবসে এসে আফ্রিদি এভাবে তামাক সেবন করেন কী করে! প্রশ্ন তুলেছেন অনেকে।

সূত্র- জি ২৪

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি