ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

পাক পেসারদের বিরুদ্ধে ১৮৪ রানে শেষ ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ২৫ মে ২০১৮

সবুজ পিচ ও মেঘাচ্ছন্ন আবহাওয়ায় স্বপ্নের শুরু পাক বোলারদের৷ বৃহস্পতিবার লর্ডসে সিরিজের প্রথম টেস্টে ১৮৪ রানে ইংল্যান্ডকে শেষ করে দিলেন পাক পেসাররা৷ প্রথম দিনের শেষে এক উইকেটে ৫০ রান তুলেছে পাকিস্তান৷

টস জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত বুমেরাং হল ইংরেজ ক্যাপ্টেন জো রুটের৷ চা-বিরতির পরই ইংল্যান্ড ইনিংসের যবনিকা নামে৷ পাক পেসারদের বিরুদ্ধে একা বুক চিতিয়ে লড়াই করেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক অ্যালেস্টার কুক৷ বাঁ-হাতি ওপেনারের ৭০ রানের ইনিংস ছাড়া বোলার মতো রান অল-রাউন্ডার বেন স্টোকসের লড়াকু ৩৭ রান৷ দুই পাক পেসার মুহম্মদ আব্বাস ও হাসান আলির ভয়ঙ্কর সিম বোলিংয়ের বিরুদ্ধে বাকি ইংরেজ ব্যাটসম্যানরা অসহায় আত্মসমপর্ণ করেন৷

পাক পেসারদের মধ্যে বেশি ভয়ঙ্কর ছিলেন আব্বাস৷ ১৪ ওভারে ৭টি মেডেনসহ মাত্র ২৩ রান খরচ করে চারটি উইকেট তুলে নেন এই ডানহাতি পাক পেসার৷ মাত্র ছ’টি টেস্ট খেলা আব্বাসের গতি ও সুইংয়ের বিরুদ্ধে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি রুট অ্যান্ড কোং৷ চারটি উইকেট নেন হাসান আলিও৷ তিনি খরচ করেন ৫১ রান৷ বাকি দু’টি উইকেট ভাগ করেন নেন মুহম্মদ আমের ও ফাহেম আশরফ৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ হার এবং নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ হারের ধাক্কা যেন এখনও কাটিয়ে উঠতে পারেনি ইংল্যান্ড৷ দিনের শেষে কুক বলেন, ‘আমরা কিছুটা পিছিয়ে গেলাম৷ দিনটা পাকিস্তানের ছিল এ ব্যাপারে কোনও সন্দেহ নেই৷ এই পিচে আমাদের আরও ৬০-৭০ রান করা উচিত ছিল৷ তবে পাঁচ দিনের ম্যাচে আমাদের ফিরে আসার সুযোগ রয়েছে৷’ তবে এই পিচে সিম বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটিং করা যে সহজ নয়, তা স্বীকার করে নেন ইংরেজ ওপেনার৷

তবে এই টেস্ট খেলে অ্যালান বর্ডারের টানা ১৫৩টি টেস্ট ম্যাচ খেলার নজির ছুলেন কুক৷ ঘণ্টাতিনেক লড়াই করার পর আমেরের এক দুরন্ত ডেলিভারিতে থেমে যায় কুকের ইনিংস৷ ৭০ রানের ইনিংসে ১৪টি বাউন্ডারি মারেন বাঁ-হাতি ওপেনার৷ ৩৩তম টেস্ট সেঞ্চুরি থেকে ৩০ রান দূরে থেমে যায় কুকের লড়াই৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি