ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

পাক সংসদে প্রধানমন্ত্রীর পুত্রের সঙ্গে হাতাহাতি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ১৩ মার্চ ২০১৮ | আপডেট: ১৬:৩৫, ১৩ মার্চ ২০১৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাখান আব্বাসীর পুত্র আবদুল্লাহ আব্বাসীর সঙ্গে সংসদে হাতাহাতিতে লিপ্ত হয়েছেন তেহরিক-ই-ইনসাফের এক নেতা। সিনেট নির্বাচনে ইমরান খান সমর্থিত বেলুচিস্তানের স্বতন্ত্রপ্রার্থী সঞ্জরানীকে সিনেটের সভাপতি ঘোষণার পরই দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সঞ্জরানীকে সিনেটের সভাপতি ঘোষণা করামাত্র বিজয় ধ্বনিতে ফেটে পড়ে তেহরিক-ই-ইনসাফের নেতারা। এসময় প্রধানমন্ত্রীপুত্র উত্তেজিত হয়ে পড়লে পিটিআই নেতা হামিদুল হক তাকে থামানোর চেষ্টা করেন। ওইসময় হামিদুল হকের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হন আবদুল্লাহ আব্বাসী।

জানা যায়, মুসলীম লীগ সমর্থিত সিনেটর জাফরুল হক ও বিরোধীদল সমর্থিত বেলুচিস্তানের সিনেটর ও স্বতন্ত্রপ্রার্থী সঞ্জরানীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়। এদিকে ৫৭ ভোট পেয়ে তিনি চেয়রম্যান নির্বাচিত হন। সিনেট চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য ৫৩ ভোটের প্রয়োজন হয়। অন্যদিকে বিরোধীদলীয় প্রার্থী জাফরুল হক থেকে তিনি ১১ ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।

এদিকে সাঞ্জরানী সভাপতি নির্বাচিত করায় আনন্দ উৎসবে মেতে ওঠেন পিটিআই নেতৃবৃন্দ। এতেই মূলত ক্ষিপ হয়ে ওঠেন প্রধানমন্ত্রীপুত্র। এরপর দুইজনকে আলাদা করেন অন্য সাংসদেরা। পরর্তীতে মুসলীম লীগ প্রার্থী অভিযোগ করেন,আনুষ্ঠানিক ঘোষণার মধ্যেই পিটিআই নেতৃবৃন্দ হঠ্রগোল শুরু করেন। তবে পরবর্তীতে দুই দলের সাংসদেরা পরিস্থিতি শান্ত করেন।

ভিডিও লিঙ্ক:https://www.youtube.com/watch?v=wUpkZ9RMuE0

সূত্র: দ্য ডন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি