ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পাখিদের আবাসন ধ্বংসের বিরুদ্ধে বার্তা দিয়ে মিউজিক ভিডিও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৪, ৬ আগস্ট ২০২৩

পৃথিবীর যেখানেই গাছ কাটা হচ্ছে, পাখিদের আবাসন ধ্বংস করা হচ্ছে, এর বিরুদ্ধেই প্রশ্ন উঠুক। এমন বার্তা দিয়ে বাংলা ব্যান্ড তারুণ্য নিয়ে এলো নতুন একটি মৌলিক গান। জি-সিরিজের ব্যানারে রোববার গানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

"কাক এর গান" শিরোনামের এই গানটির কথা এবং সুর করেছেন তারুণ্য হীরা। সঙ্গীতায়োজন করেছেন তারুণ্য ব্যান্ডের সদস্যরা। ব্যান্ডের বেইজ গিটারে রয়েছেন ম্যাক সজিব এবং গিটারে আছেন ওয়ার্দা তুন চৌধুরী।

গানটি সম্পর্কে ব্যান্ডের ভোকালিস্ট তারুণ্য হীরা বলেন, “আমরা ৩ জন নিজেদেরকে কাক ভেবেই এই গানটি করেছি। নোংরা গলি কিংবা শহুরে রাস্তার যে প্রাচীন গাছটিতে আমাদের বাসাটি ছিল, আধুনিকতার নামে সেই গাছটিকে কেটে ফেলে সেখানে গড়ে উঠেছে উঁচু দালান। পৃথিবীটা তো সবার, এখানে তো সবারই বেঁচে থাকার অধিকার রয়েছে।”

তিনি বলেন, ”এই গানটির আরেকটি আকর্ষণীয় ব্যাপার হল, সম্পূর্ণ ভিডিওটি তৈরি হয়েছে আনকাট প্রসেসে।”

শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই ওয়ান টেক (আনকাট) মিউজিক ভিডিও খুবই বিরল। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন পার্থ পৌলিনিউস ফলিয়া, প্রযোজনায় ছিলেন সৈয়দ আবু রায়হান। আর্ট ডিরেক্টর এবং ডিওপি ছিলেন সোহান আহমেদ এবং তারিকুল হক শুভ। অডিও মিক্স-মাস্টারিং করেছেন আজিফ আলম।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি