ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে ১১ দফা প্রস্তাবনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ৫ মে ২০১৭ | আপডেট: ১৮:২৪, ৫ মে ২০১৭

পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে ১১ দফা প্রস্তাবনা দিয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার সকালে শিশু একাডেমীর সামনে এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। পরে র‌্যালি নিয়ে প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন, সংগঠনের নেতারা। এ সময় তারা বলেন, বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে শিশুর বেঁচে থাকা, নিরাপদে বেড়ে ওঠা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিস্তার, শিক্ষা ব্যবস্থাকে হেফাজতিকরণেরও নিন্দা জানায় সংগঠনটি। এসময় খেলাঘর কেন্দ্রীয় কমিটির নেতা-শিশু-কিশোর-অবিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি