ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পানি সঙ্কট: সিদ্ধেশ্বরীতে বালতি-ঝাড়ু নিয়ে বিক্ষোভ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ২২ অক্টোবর ২০২২ | আপডেট: ১৫:৩৮, ২২ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

পানির সংকটে চরম ভোগান্তিতে রাজধানীর সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের বাসিন্দারা। ঢাকা ওয়াসার পক্ষ থেকে প্রতিদিনই বলা হচ্ছে, ২৪ ঘন্টার মধ্যে সঙ্কট কেটে যাবে। কিন্তু সেই ২৪ ঘণ্টা গত কয়েকদিনেও শেষ হয়নি।

তাই বাধ্য হয়েই ঝাড়ু-বালতি নিয়ে পথে নেমেছেন এলাকাবাসী। তাদের ভাষ্য, গত চারদিন ধরে ব্যবহারের জন্য ন্যূনতম পানিও মিলছে না। ওয়াসা বলছে, তাদের গাড়ি থেকে পানি সংগ্রহ করতে। সংকটের এই সময়ে উল্টো গাঁটের পয়সা খরচ হওয়ার উপক্রম। সব মিলিয়ে ক্ষোভে ফুঁসছেন সিদ্ধেশ্বরীর প্রায় হাজার দুয়েক বাসিন্দা। 

শনিবার সকালে পানির দাবিতে এলাকাবাসি খালি বালতি ও ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। সে সময় ওয়াসার পানির গাড়ি এসে পৌঁছালে তার সামনেই ক্ষোভ ঝাড়তে দেখা গেছে তাদের। পানি সঙ্কট না গেলে ওয়াসা কার্যালয় ঘেরাও করার ঘোষণাও দেন তারা।

এক পর্যায়ে ওয়াসার লোকজন সেখানে পৌঁছালে তারা দফায় দফায় এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন। 

এদিকে গাড়ির ৪০০ টাকার পানির জন্য ওয়াসা দাম হাঁকছে ৭০০ টাকা। পাশাপাশি খুচরা বিক্রি করে বাড়তি টাকাও তারা নিচ্ছেন বলে এলাকাবাসীর অভিযোগ।

এএইচএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি