
দীর্ঘ ৮ বছর আন্দোলনের পর পাবনার চাটমোহরে বড়াল নদে পানি উন্নয়ন বোর্ডের ক্রসবাঁধ অপসারণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১২ টার দিকে চাটমোহরের নুরনগরে পাউবো’র নির্মিত ক্রসবাঁধ ও অবৈধ স্থাপনা অপসারণের কাজ শুরুর মধ্য দিয়ে বড়াল নদ চালুর প্রক্রিয়া শুরু হয়। পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম স্থানীয়দের সঙ্গে নিয়ে বাঁধ অপসারণের কাজ উদ্বোধন করেন। আর অস্তিত্ব হারাতে বসা বরাল নদে প্রাণের সঞ্চারে এমন পদক্ষেপে উচ্ছ্বসিত পাবনাবাসী।