ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাবনায় দুই পক্ষের সংঘর্ষে জেরে ১৬টি ঘর পুড়ে গেছে

প্রকাশিত : ০৯:৪৩, ১৯ মার্চ ২০১৬ | আপডেট: ০৯:৪৩, ১৯ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

পাবনা সদরের ভাড়ারা গ্রামে বালু মহালের আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জেরে ৫টি পরিবারের ১৬টি ঘর পুড়ে গেছে। স্থানীয়রা জানায়, একটি বালু মহালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাড়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ ও ভাড়ারা মসজিদ এলাকার লস্কর খাঁ গ্র“পের মধ্যে বিরোধ দীর্ঘ দিনের। এরি জেরে শুক্রবার দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন লস্কর খাঁ ও তার সমর্থকদের বাড়িতে আগুন দেয়। আগুনে ৫ পরিবারের ১৬টি ঘর পুড়ে গেছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি