পারমাণবিক শক্তি শিল্পে বেসরকারি কোম্পানিগুলোকে টানছে ভারত
প্রকাশিত : ২০:২৭, ৬ আগস্ট ২০২৩
ভারতের রাষ্ট্র-নিয়ন্ত্রিত পারমাণবিক শক্তি শিল্প তার সেক্টরে বেসরকারি কোম্পানিগুলোর বৃহত্তর অংশগ্রহণের অনুমতি দেওয়ার কথা ভাবছে। যার লক্ষ্য হবে কার্বনমুক্ত শিল্প গড়ে তুলতে সাহায্যের জন্য ছোট ছোট মডুলার চুল্লি তৈরি করা।
সংসদে প্রশ্নের লিখিত জবাবে বুধবার কেন্দ্রী পরমাণু শক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, ভারত বেসরকারি কোম্পানিগুলোকে আরও বড় পরিসরে যুক্ত করার জন্য ছয় দশকের পুরনো পারমাণবিক শক্তি আইন পর্যালোচনা করছে।
ভারত বর্তমানে পারমাণবিক প্ল্যান্টে বেসরকারি প্রযুক্তি এবং নির্মাণের অনুমতি দেয়। যদিও অন্যান্য কার্যক্রম পরিচালনা ও জ্বালানি ব্যবস্থাপনার বিষয়টি কেন্দ্রীয় সরকারি কোম্পানিগুলোই নিয়ন্ত্রণ করে।
সাম্প্রতিক মাসগুলোতে মডুলার চুল্লির বিষয়ে আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্রিনহাউস নির্গমণকারী দেশটি কয়লা নির্ভরতা কমিয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিষ্কার উৎস খুঁজছে। ভারতের বিদ্যুত উৎপাদনের ৭০ শতাংশই এখন কয়লা নির্ভর।
ভারত এই দশকের শেষ নাগাদ তার অর্ধেক বিদ্যুৎ উৎপাদন পরিষ্কার উৎসে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা ২০৭০ সালের মধ্যে কার্বন নির্গমণ শূন্যে নামিয়ে আনার গুরুত্বপূর্ণ মাইলফলক।
কেআই//
আরও পড়ুন