ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পারিশ্রমিক বাড়িয়েছেন ঐশ্বরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বাচ্চন। কখনও কান ফেস্টিভ্যালে হাজির হয়ে আবার কখনও আন্তর্জাতিক মঞ্চে হাজির হয়ে ভারতীয় সৌন্দর্যকে পৌঁছে দিয়েছেন এক অন্য স্তরে।

আরাধ্যার জন্মের পর বলিউডে কামব্যাক করেছেন ঐশ্বর্য। ‘হাম দিল দে চুকে সনম’ হোক কিংবা ‘যোধা আকবর’ কিংবা ‘গুরু’, অভিনয়কে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন রাই সুন্দরী।

কিন্তু নতুন এক একটি সিনেমার জন্য ঐশ্বর্য কত পারিশ্রমিক নিচ্ছেন তা কি জানা আছে?

বলিউড সূত্রে জানা গেছে, এক একটি সিনেমার জন্য ঐশ্বর্য নাকি এবার ১০ কোটি করে পারিশ্রমিক চাইছেন। বর্তমানে ‘ফেনী খান’, ‘রাত অউর দিন’-এর রিমেক নিয়ে ব্যস্ত ঐশ্বর্য। সেই সঙ্গে তাঁর হাতে রয়েছে আরও একটি সিনেমা। অনিল, কাপুর, রাজকুমার রাও-এর সঙ্গে এইসব সিনেমায় স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে রাই সুন্দরীকে। পর পর ৩টি প্রজেক্ট যখন তার হাতে রয়েছে, সেই সময় হুহু করে পারিশ্রমিক বাড়াতে শুরু করেছেন এই সুন্দরী।

সূত্র : বলিউড লাইফ ডট কম

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি