ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পার্বত্য অঞ্চলের চাষীরা তুলা চাষে আগ্রহী

প্রকাশিত : ১০:৪৮, ১২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:৪৮, ১২ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

পাহাড়ী এলাকায় সমতলের তুলা চাষে অধিক ফলন হওয়ায়, পার্বত্য অঞ্চলের অনেক চাষীই তুলা চাষে আগ্রহী হয়ে পড়েছেন। ভাল ফলন আর বেশি লাভের আশায় চাষীরা জুমের পরিবর্তে ঝুঁকে পড়ছেন তুলা চাষে। সমতলভূমির তুলা, বান্দরবানের পাহাড়ে, পাহাড়ী তুলার চেয়ে অধিক ফলন দেয়, গবেষণায় তা প্রমাণিত হবার পর পরীক্ষামূলকভাবে বিভিন্ন জায়গায় সমতলের তুলা চাষ করা হয়েছে। পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্রের সহায়তায় তুলা চাষ করে ভাল ফলন হওয়ায় খুশি চাষীরা।  অনেক জুম চাষীও পাহাড়ী তুলার পরিবর্তে সমতলের তুলা চাষে আগ্রহী হয়ে উঠছেন। সমতলের নিয়মে পাহাড়ে তুলা চাষ করতে পারলে ফলন বেশি হয় বলে জানালেন পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। গবেষণার মাধ্যমে তুলা চাষ আরও সম্প্রসারণ করতে পারলে চাষীরা অনেক লাভবান হবেন বলেও মনে করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি