ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত ডিজিটাল সার্ভিস

প্রকাশিত : ১৯:৩৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ২৩:৩৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় একটি কেন্দ্রীয় ডিজিটাল সিস্টেম বাস্তবায়নের মাধ্যমে সব সেবাসমূহকে ডিজিটাল রূপান্তরের বুধবার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইউএসএইড ও ইউএনডিপি এর সহায়তায় পরিচালিত এটুআই এর যৌথ উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও সচিব মো. মেজবাহুল ইসলাম; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম এবং এটুআই এর চিফ স্ট্র্যাটেজিস্ট (ই-গভর্নেন্স) ফরহাদ জাহিদ শেখ।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় তার বক্তব্যে সমন্বিত সিস্টেম বাস্তবায়নের ক্ষেত্রে মোবাইলের মাধ্যমে সব সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি