পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব শুরু হচ্ছে আগমীকাল
প্রকাশিত : ০৯:৪৪, ১১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৪২, ১১ এপ্রিল ২০১৬
কাল থেকে শুরু হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব। আর এই উৎসবকে ঘিরে রীতিমতো সাজ সাজ রব খাগড়াছড়িতে। হাট-বাজারগুলোতে বেড়েছে বেচাকেনার ধুম। পাড়ায় পাড়ায় চলছে ঐতিহ্যবাহী খেলাধূলা।
ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই আর চাকমাদের বিজু- এই তিনে মিলে পার্বত্য চট্টগ্রামের নববর্ষ বরণের আয়োজন বৈসাবী। প্রতিবছর ১২ এপ্রিল চাকমারা পুরনো বছরের গ্লানি দূর করে নতুন বছরকে স্বাগত জানাতে নদীতে ফুল ভাসায়; ত্রিপুরা সম্প্রদায় গড়ায়া নৃত্যের সাথে এবং ১৩ এপ্রিল মারমারা নতুনভাবে শুদ্ধ হবার বিশ্বাসে মৈত্রী পানি বর্ষনের মাধ্যমে শুরু করে নতুন বছর। থাকে নৃত্য, গীত। বাদ্যের তালে, সুরে আড়ম্বর আমেজে শুরু হয় নববর্ষ উদযাপনের পালা। ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান ছাড়াও চলবে বিভিন্ন খাবার-দাবার বিশেষ করে বহুরকমের সবজির মিশেলে রান্না করা পাচন তরকারি।
এ বছর সার্বিক পরিস্থিতি ভাল থাকায় ভালভাবে উৎসব উদযাপন করতে পারবে বলে বিশ^াস সবার। তাই ঘরে ঘরে চলছে প্রস্তুতি।
এদিকে পাহাড়ে বর্ষবরণ ও বর্ষবিদায় উপলক্ষে পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইন্সটিটিউটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা বর্ণিল কর্মসুচি গ্রহন করেছে।
১৫ এপ্রিল শেষ হবে উৎসব। এলাকাবাসীর প্রত্যাশা, এ উৎসব নির্বিঘœ হবে।
আরও পড়ুন