ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

পার্বত্য জেলাগুলোতে পালিত হচ্ছে নতুন বছর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ১৪ এপ্রিল ২০১৭



পার্বত্য জেলাগুলোতে বিপুল উৎসাহ উদ্দীপনা পালিত হচ্ছে নতুন বছর।
বাংলা নববর্ষ ১৪২৪ কে স্বাগত জানিয়ে রাঙ্গামাটিতে আনন্দ শোভাযাত্রার পর মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও পান্তা উৎসবের মধ্যে দিয়ে পহেলা বৈশাখকে বরণ করা হয়। এছাড়া দিনভর ছিল স্থানীয় শিল্পীদের নানা পরিবেশনা। বান্দরবানে আদিবাসী ও বাঙ্গালীরা তাদের ঐতিহ্যময় সাজে, ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। নতুন দিনের শুভকামনায় বেলুন ও কবুতর উড়িয়ে দেয়া হয়। খাগড়াছড়িতে মৈত্রী পানি বর্ষণ উৎসবে মাতে মারমা তরুন-তরুনীরা। এছাড়া আজ চাকমাদের গয্যাপয্যা। পাড়ায় পাড়ায় চলছে নানা উৎসব। চলছে ত্রিপুরাদের গরয়া নৃত্য।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি