ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পালাতে যেয়ে বিমানবন্দরে ঋণখেলাপী ব্যবসায়ী আটক

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫১, ২ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১৪:০১, ২ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বিদেশে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যবসায়ী আনসারুল আলম চৌধুরীকে আটক করা হয়েছে।

সোমবার সকালে তাকে আটক করা হয়। পরে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, সকাল সাড়ে আটটায় বিএস৩৪৩ ফ্লাইটযোগে দুবাই যাওয়ার সময় বহির্গমন টার্মিনালে তাকে আটক করা হয়। 

তিনি সিভিল এভিয়েশন ও বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রাজনৈতিক সন্দিগ্ধ তালিকাভুক্ত ছিলেন।

জানা যায়, চট্টগ্রামের চাক্তাই শাখা ইসলামী ব্যাংকে তার নামে ১৪০০ কোটি টাকার বেশি ঋণ রয়েছে।

এএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি